• DSLR Photography
  • মহম্মদ রাহিল খাঁন
  • June 26, 2020
  • 115 বার দেখা হয়েছে

#সেই ত্রিফলা
 
ব্যাস্ত শহরের, স্নিগ্ধ আলো,
ঐতিহাসিক ফরাসী শহরে বাঙালির আড্ডাখানা,
সাথে আছে ঘটিগরম, পাপডিচাট, ফুচকা ও নানান তেলেভাজা,
কিছু আবার ধুয়ো হয়ে ঢোকে বক্ষো মাঝে সুখটানের সাহায্যে।
কারোর চলে ডিবেটে রাজনৈতিক আলোচনা, আবার কারোর রোমান্টিক টাইমপাস।
কেউ আসে প্রথমবার, কেউ বা দ্বিতীয়, আবার কেউ আসে বার বার।
সবার সাক্ষী রয়েছে এই ত্রিফলা।।

পরিচিতিঃ

নাম - মহম্মদ রাহিল খাঁন।
ঠিকানা- নৈহাটী, উত্তর ২৪ পরগণা, পশ্চিম বঙ্গ।
 
 
 

শেয়ার করুনঃ