• Pencil Art
  • কর্নিয়া ভাওয়াল
  • April 26, 2020
  • 470 বার দেখা হয়েছে

 

পরিচিতিঃ

জন্ম ১৯৯৭ সালের ২৮ শে জুন উত্তরবঙ্গ তথা ডুয়ার্সের রাজকন্যা জলপাইগুড়ি শহরে। পড়াশোনা ও বড়ো হয়ে ওঠা ধূপগুড়ি নামক অখ্যাত শহরে। ছোটো থেকেই সাহিত্যের প্রতি অনুরাগ প্রবল‌ ছিল তার, বড়ো হয়ে ওঠার সাথে সাথে গড়ে ওঠে আত্মার সম্পর্ক। দশম শ্রেণীতে প্রথম কবিতা লেখেন। পরবর্তীতে অনেক কবিতা লিখেছেন কিন্তু তা‌ প্রকাশ করা সম্ভব হয়নি। কারিগরী বিদ্যায় চতুর্থ বর্ষে পাঠকালীন সময়ে কবির "বোকা বাক্স" কবিতা প্রথম প্রকাশ পায় "কবিতা কুটির" লিটিল ম্যাগাজিনে চুঁচুড়া সংখ্যায়।

 

এরপর একে একে কবিতা কুটিররের "একশো কবিতা", "পানাগড় সংখ্যা সংখ্যা", " কাব্য সংকলন ১" এছাড়াও সাতকাহন প্রকাশনীর বৈশাখী সংখ্যা "বাঙালি ও ভুরিভোজ", শব্দ-সাঁকোর "শারদ সংখ্যা" -তে কবির কবিতা স্থান পায়। ২০১৯ সালের ১১ ই আগস্ট সাতকাহন প্রকাশনীর "কালবেলার প্রতিচ্ছবি" নামক কাব্য সংকলনে একসাথে ছয়টি কবিতা প্রকাশ পায়। বর্তমানে তিনি "সাতকাহন প্রকাশনী" -এর একজন সদস্য, এবং "পাণ্ডুলিপি" ওয়েব ম্যাগাজিনের সম্পাদক পদে আসীন আছেন।

 

শেয়ার করুনঃ