
Arunava Bhaumik
CEO & Developer of PanduLipi Web Magazine
CEO & Developer of PanduLipi Web Magazine
Co-Founder, Editor & In Charge of Marketing Department
বর্তমান বাংলা সাহিত্যের বাজারে পত্রিকার অভাব নেই কিন্তু তা সত্যেও বেশ কিছু লেখা স্থান করে নিতে পারে না পত্রিকায়, কখনো গুণগত মানের জন্য, কখনো বা খরচের জন্য। অনেক ভালো কবিতা, গল্প, উপন্যাস হারিয়ে যায় খাতার পাতায় বা কোনো ডায়েরিতে। নিজস্ব সৃষ্টি ছাপা অক্ষরে দেখার স্বপ্ন মাটিতে ধূলিসাৎ হয় অনেকের। সেই কারণেই এই ওয়েবসাইটের সূচনা। সেই সমস্ত কবি, লেখকদের সুযোগ করে দেওয়া এবং সর্বসমক্ষে তাদের লেখা পৌঁছে দেওয়াই আমাদের কাজ।
হিসেব করে দেখা গিয়েছে এক ফুট চওড়া ও চল্লিশ ফুট উঁচু একটি গোটা গাছ দিয়ে যতটা কাগজ তৈরি হয় ততটা কাগজ লাগে এক একটি পত্রিকার এক একটি সংখ্যা ছেপে বার করতে। সাহিত্যসেবা করবার জন্য প্রতি তিন মাস বা ছয় মাস অন্তর একটি করে স্বাস্থ্যবান, পুরোনো গাছকে মেরে ফেলাটা একেবারেই উচিৎ নয়। সেই উদ্দেশ্যেই পাণ্ডুলিপির প্রচেষ্টা গাছ না মেরে সাহিত্যসেবা করা। নিজের দেশ, সংস্কৃতি ও মাতৃভাষার সঙ্গে পাঠকদের গভীর যোগাযোগ ঘটিয়ে দেওয়া পাণ্ডুলিপি ওয়েবসাইটির প্রধান উদ্দেশ্য।
আমার নাম শিবাই মুখার্জী। কলকাতায় থাকি। খুব ছোট্ট করে একটি কথাই বলবো যে, এমন সুন্দর একটি উদ্যোগ বা পদক্ষেপ যাই বলি না কেন সাধুবাদ দেওয়া ছাড়া গতি নেই। এত দূরে থেকেও তোমরা দুজন যেন বাংলা ভাষা এবং বাঙালির আবেগকে বেঁধে রাখলে বাংলা সাহিত্যের মধ্যে দিয়ে। কত তরুণ নবীন কবিদের ডায়রির বন্দি থাকা কবিতা মুক্তি পাবে তোমাদের পাণ্ডুলিপিটি। আমাকেও তোমরা জায়গা করে দিয়েছো তার জন্য অনেক ভালবাসা আদর ধন্যবাদ সব দিলাম। তোমাদের চলার পথ আরো সুগম হোক। আমি সর্বদা তোমাদের পাশে আছি।
আজকালকার যুগে এমন অনেক মানুষ আছেন ( লেখকও বলতে পারেন) , যারা শুধু অর্থ বা অন্যান্য সুযোগ সুবিধার অভাবে নিজেদের নাম "পএিকার সংখ্যায়" রাখতে পারছেন না, কিন্তু তারা অসামান্য প্রতিভার অধিকারী। সেই মানুষদেরকে স্থান এবং তাদের প্রতিভাকে তুলে ধরার জন্য এই ওয়েবসাইটি যে সুচেষ্টা ও সুব্যবস্থার সাথে ভবিষ্যতের কথা মাথায় রেখে পা বাড়িয়েছে , আমার পক্ষ থেকে তাদেরকে ( ওয়েবসাইটে যুক্ত ব্যক্তিদের, যারা এই কাজের দায়িত্ব নিয়েছেন ) সত্যিই কুর্ণিশ। পরবর্তী সময় আরও ভালো হোক।
নিজে একটি প্রিন্টেড ম্যাগাজিন চালায় অনেক রকম বিষয়ের সম্মুখীন হই এবং হচ্ছিও।লেখা হয় অনেক দিন থেকেই কিন্তু সত্যি বলতে আমাদের শিল্পাঞ্চলের মানুষ গুলোর বড়ো পরিসরে নাম দেখতে পাবার স্বপ্ন অনেকাংশেই পূরন হয় না। পান্ডুলিপি কে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটি প্লাটফর্ম করে দেবার জন্য।পান্ডুলিপি আরো এগিয়ে যাক কর্ণধারদের আমার ভালোবাসা ও শুভেচ্ছা।