Note: Now you can download articles as PDF format
বিজ্ঞাপন দেওয়ার জন্য 9564866684 এই নাম্বারে যোগাযোগ করুন
  • Love

তুমি যে নারী

  • Sibai Mukherjee
  • None
  • 1966 বার পড়া হয়েছে

Sorry! PDF is not available for this article!


তোমার হাতেই সর্বশক্তি নারী,
করবে তুমি দুষ্টের দমন।
তাই তো এই নিষ্ঠুর মর্ত্যলোকে,
জানাই তোমায় শুভ আগমন।

তোমার হাতেই জ্বলবে মশাল,
জ্বালবে তুমি নতুন দিনের আলো।
তুমিই করবে অশুভ শক্তির বিনাশ,
ঘুচবে যত মনের অন্ধকারের কালো।

তোমার হাতেই আগামী ভবিষ্যৎ,
গড়ে তুলবে এক নতুন প্রজন্ম।
নারী তুমিই তো পীড়িত মানুষের ক্রন্দন,
তোমাকে ছাড়া বৃথা এই মানবজনম।

তোমার হাতেই আমাদের মুক্তি মাগো,
তুমি এক সভ্য যুগের সূচনা।
নারী তুমি ছাড়া যে আমরা অচল,
তুমিই যে সকল শুভ শক্তির প্রেরণা।

তোমার হাতেই বংশের প্রদীপ,
জ্বলে ওঠে নতুন শতাব্দীর।
রচিত হয় এক যুগের ইতিহাস,
পথ দেখায় শুভ শক্তি আগামীর।পরিচিতি:

শেয়ার করুনঃ